বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রংপুরের কাউনিয়ায় একজন, পিরোজপুরের কাউখালীতে এক বৃদ্ধ, সাভারে সাংবাদিকসহ দুজন, আশুলিয়ায় একজন ও যশোরের বেনাপোলে স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠোনো খবর—
কাউনিয়া (রংপুর) : রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের ফজলুল শেখের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে জাহিদ হাসান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন, রোববার (৩১ ডিসেম্বর) পরিবারের অজান্তে বাড়ি থেকে বাহির হয়ে উপজেলার কাউনিয়া ফায়ার স্টেশনের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি রাস্তার পাশে পড়ে যান পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাউনিয়া থানার ওসি মাহফুজ রহমান বলেন, তার পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে একটি সড়ক আইন মামলা হয়েছে।
কাউখালীত (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় সেলিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। জানা গেছে, উপজেলার মুক্তারকাঠী গ্রামের মোদাচ্ছের আলীর স্ত্রী সেলিনা বেগম প্রতিদিনের মত রোববার (৩১ ডিসেম্বর) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রাস্তায় বের হন।
এ সময় কাউখালী নৈকাঠী সড়কে জয়কুল নামক স্থানে একটি মোটরসাইকেল গায়ে উঠিয়ে দিলে গুরুত্বর আহত হয়ে রাস্তায় পরে যায়। পরে তাকে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় কাউখালী হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের ডাক্তার সাগরিকা রায় অবস্থার অবনতি দেখে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সাভার (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বেপরোয়া গতির ট্রাকের চাপায় কামরুজ্জামান রতন (৫০) নামে দীপ্ত টিভিতে কর্মরত এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান রতন ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি।
সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হোসেন বলেন, কামরুজ্জামান নামে ওই সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অপরদিকে, আশুলিয়ার বিশমাইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এছাড়াও সাভারের জোরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় অপর আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
বেনাপোল (যশোর) : বেনাপোল-যশোর মহাসড়কের কলাগাছি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল আলিম (২৫) নামে স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা মোটরসাইকেলের অন্য এক আরোহী গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কে কলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই সাংবাদিক বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আবু তাহেরের ছেলে। স্থানীয় পত্রিকা ‘প্রজন্মের ভাবনা পত্রিকার সাংবাদিক ছিলেন।
পুলিশ জানায়, যশোরের বাঘারপাড়ায় ফুটবল খেলা শেষে গত শনিবার রাতে দুজন মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই সে মারা যায।
নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কলাগাছিতে সড়ক দুর্ঘটনার সাংবাদিক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে নিহত সাংবাদিকের মরদেহ তার পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
টিএইচ